কাহালুর বিসমিল্লাহ দই-মিষ্টি ভান্ডার পেল আইএসও সনদ
কাহালু উপজেলা (বগুড়া) প্রতিনিধি
গুণগতমানের দই ও মিষ্টি বাজারজাত করায় বগুড়ার কাহালু বাজারের বিসমিল্লাহ দই-মিষ্টি ভান্ডার পেল আইএসও সনদ।
সোমবার বিকেলে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে আইএসও’র এর পক্ষ থেকে এই সনদ বিসমিল্লাহ দই মিষ্টি ভান্ডার এর প্রোপ্রাইটর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবিরকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইএসও’র সনদ তুলে দেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, আইএসও’র ডাস্্ সার্টিফিকেশন গ্রুপের সিইও রাবিকুর রহমান, গাক এর ভিসিএফ মোঃ আব্দুল্লাহ আল রাজি, জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্য চাষী শফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।