বগুড়ায় শীতার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা এম. আর. হাসান পলাশ
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার গাবতলী উপজেলায় শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
মঙ্গলবার মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি নিজ অর্থায়নে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের শুখানপুকুর ময়নাতলা এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কনকনে শীতে যখন নিম্নআয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময় ছাত্রদল নেতা এম. আর. হাসান পলাশের এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শীতবস্ত্র পেয়ে উপকৃত অসংখ্য মানুষ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।
এ সময় এম. আর. হাসান পলাশ বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এম. আর. হাসান পলাশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছাত্রদলের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক দৃষ্টিকোণ থেকে এমন উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।