পুলিশ সুপারের আশু রোগমুক্তি কামনায় মুকুন্দ গোঁসাই আশ্রমে বিশেষ প্রার্থনা
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বিশেষ প্রার্থনা রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় বগুড়া শহরের লতিফপুর দক্ষিণপাড়ায় মুকুন্দ গোঁসাই আশ্রমে অনুষ্ঠিত হয়েছে।
মুকুন্দ গোঁসাই আশ্রমে বগুড়া পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ সরকার, প্রভাষক অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক আশীষ কুমার সরকার, প্রদর্শক বিপ্লব কুমার দেবনাথ, সহকারী শিক্ষক নয়ন কুমার প্রামানিক, গৌরাঙ্গ কুমার সাহা, শ্যাম কুমার সরকার, রিপন কুমার সরকার, অমৃত লাল সরকার, নিখিল চন্দ্র বর্মন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এসময় আশ্রমে আগত রাধাকৃষ্ণের ভক্তবৃন্দ পুলিশ সুপার সুদীপ কুমারের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন সুকুমার চন্দ্র সরকার। বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।