বগুড়া- ১ আসন: লিপিসহ দুইজনের মনোনয়ন স্থগিত, একজনের বাতিল
স্টাফ রিপোর্টার
বগুড়া -১( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে আওয়ামী লীগ নেত্রী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন দলের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপির অভিযোগ থাকায় এনপিপির প্রার্থী ইবনে সাফি বিন হাবীবের মনোনয়ন বাতিল করা হয়।
স্থগিত হওয়া দুই প্রার্থীর মধ্যে লিপির মূসক রিটার্ন দাখিল না করায় ৭০ হাজার টাকা জরিমানা বকেয়া এবং নজরুল ইসলাম নিজে ও তাদের সমর্থক ও প্রস্তাবক উপস্থিত না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। তবে তাদেরকে আজ মনোনয়ন যাচাই বাছাই চলাকালীন পর্যন্ত তাদেরকে সময় দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।
বগুড়া -১ আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে দুইজনের মনোনয়ন স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান, জাসদের হাসান আকবর, জাপার গোলাম মোস্তফা বাবু, তৃণমূল বিএনপির এন এম আবু জিহাদ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমাতুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শোকরানা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান।