বগুড়ায় আওয়ামী লীগ প্রার্থী মানিকের প্রার্থিতা সকালে স্থগিত দুপুরে বৈধ
স্টাফ রিপোর্টার
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিকের প্রার্থিতা দুদফা স্থগিত করা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।
তার প্রার্থিতা প্রথমবার স্থগিত করা হয় রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইকালে তিনি নিজে এবং তার প্রস্তাবক ও সমর্থকদের কেউ উপস্থিত না থাকার কারণে। আর দ্বিতীয় দফা স্থগিত করা হয় আয়কর বিভাগের জরিমানার অর্থ পরিশোধ না করার অভিযোগে।
অবশ্য পরবর্তীতে জরিমানার অর্থ পরিশোধ করা হলে দুপুরের পর রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে মনোনয়পত্র যাচাইকালে উপস্থিত আয়কর বিভাগের কর্মকর্তা জানান, সময়মতো রিটার্ন দাখিল না করার কারণে তৌহিদুর রহমান মানিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তিনি সেই জরিমানার অর্থ পরিশোধ করেননি।
আয়কর বিভাগের ওই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বগুগড়া-২ আসনের নৌকার প্রার্থী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক বলেন, ‘আয়কর বিভাগের পাওনার বিষয়টি আমার মনে ছিল না। আমি এখনই তাদের পাওনা অর্থ পরিশোধের ব্যবস্থা নিচ্ছি।’
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বগুড়া-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক পরে আয়কর বিভাগের জরিমানার অর্থ পরিশোধ করে এ সংক্রান্ত কাগজ রিটার্নিং কার্যালয়ে জমা দেন। পরে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।