বগুড়া থেকে কক্সবাজার যাবে শাহ্ ফতেহ আলী স্লিপার কোচ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৪৫ বার।

বগুড়া ও নওগাঁ থেকে কক্সবাজার যাবে শাহ্ ফতেহ্ আলী স্লিপার কোচ। এ অঞ্চলের যাত্রীদের ভ্রমন আরো আরামদায়ক করতেই ৪টি বিলাশবহুল এসি স্লিপার কোচের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে শহরের চারমাথা এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

 

উদ্বোধনকালে শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালন ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উত্তরজনপদের মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য তিনি ফোরলেন সড়ক তৈরি করছেন।

 

তিনি আরও জানান, সাধারণ মানুষের উন্নত সেবা দিতে আমরা উত্তরবঙ্গ থেকে বিলাশবহুল এসি স্লিপার কোচ সার্ভিস চালু করেছি। শাহ ফতেহ আলী পরিবহন দীর্ঘদিন ধরে সুনামের সাথে মানুষের সেবা দিয়ে আসছে। সেবার মান আরও বাড়াতে ৪টি স্লিপার কোচ বগুড়া-নওগাঁ থেকে নিয়মিত চট্রগ্রাম-কক্সবাজার চলাচল করবে। যাত্রীদের সুন্দর পরিবেশে নিরাপদে গন্তব্যেস্থলে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।