বগুড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ ২০:৩৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩২ বার।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে।  বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

 

পরে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ রাগেবুল আহসান রিপু।

 

বিশেষ অতিথির কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা আ জ মু আহসান শহীদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান।

 

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এ মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও উদ্ভাবনের ১২ টি স্টল অংশ গ্রহন করেছে।অপর দিকে মেলার স্টল পরিদর্শন শেষে কৃষকদের মাঝে প্রনোদনার ২০ কেজি সার ও ৫ কেজি আউষ ধানের বীজ উপজেলার ৯৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।