নন্দীগ্রামে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ২১:১৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে বিজয় করতে সাবেক ও বর্তমান সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে। 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় নন্দীগ্রামস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় উপজেলা বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন আলহাজ্ব মোশারফ হোসেন।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, মাহবুর রহমান, শামছুর রহমান, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা শামছুর রহমান, প্রভাষক আব্দুল বারী বারেক, অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল, বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।