বগুড়া ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হবে ১৮ মে

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ ১৭:৩৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

‘বগুড়া ক্যারিয়ার সামিট ২০২৪’ আগামী ১৮ মে আজিজুল হক কলেজে অনুষ্ঠিত হবে। জেসিআই বগুড়া চ্যাপ্টার আয়োজনটির মূল আয়োজক। এবার আনুষ্ঠানিকভাবে তাদের সাথে যুক্ত হলো তারুণ্যভিত্তিক দক্ষতা উন্নয়নের সংগঠন এক্সিলেন্স বাংলাদেশ।

২৪ এপ্রিল সন্ধ্যায় জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন জেসিআই বগুড়ার লোকাল প্রেসিডেন্ট সাদমান বিন সামাদ এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বেনজির আবরার।

 

এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ফাহিম আহমেদ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন মো. এজাজুল হাসান খান, ন্যাশনাল ডিরেক্টর পারভেজ রানা, জেসিআই বগুড়ার ট্রেজারার রাজিবুল ইসলাম, এক্সিলেন্স বাংলাদেশের হেড অব মার্কেটিং নাহিদ আহসান, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স হাসান মাহমুদ সম্রাট, এইচআর কো-অর্ডিনেটর হামিদা জান্নাত মনি, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মো. সেলিম উপস্থিত ছিলেন।

 

চাকরি মেলায় ৪শ’র বেশি চাকরির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে বলে আয়োজকরা আশা করছেন। এ ছাড়া বগুড়ার ১২টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা শহর এবং বগুড়া বিভাগের চাকরিপ্রত্যাশীদের মিলনমেলা হবে বলে আশা করছেন দুই পক্ষের কর্মকর্তারা।