বগুড়ায় বিস্ফোরণের ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট, বাড়ির মালিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ ২২:১২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১২৪ বার।

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ ও চারজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে। এদিকে  ওই বাড়িতে আরও কোন বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা যাচাই করত্র সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে বোম ডিজপোজাল ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদজামানের নেতৃত্বে আট সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।  

 

গ্রেপ্তার ওই বাড়ির মালিকের নাম রেজাউল করিম। তিনি মালতীনগর মোল্লাপাড়া এলাকার লয়া মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় রেজাউলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ও বিস্ফোরক দ্রব্য বানোনোর বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ কর্মকর্তা শরাফত ইসলাম বলেন, 'রবিবার রাতে রেজাউলের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা তিন শিশুসহ চারজন গুরুতর আহত হন৷ এছাড়াও রেজাউলের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে সুতলি দিয়ে পেচানো ২৪০ পিস বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরণ দ্রব্য তৈরীর কাজে ব্যবহৃত ৪০ পিস ছোট ছোট কাগজ, পেচানো সুতলির পোটলা, একটি ভাঙা টিনের কৌটা এবং এক মাথা পোড়া একটি গ্যাস সিলিন্ডারের রেগুলেটর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করলে বাড়ির মালিক রেজাউলকে গ্রেপ্তার করা হয়৷ 

 

তিনি আরও জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনটের আট সদস্যের একটি টিম আসে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে৷ এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে৷