বগুড়ায় চ্যানেল টোয়েন্টিফোরের যুগপূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৪ মে ২০২৪ ১৫:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৬ বার।

সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের যুগপূর্তি উপলক্ষে বগুড়ায় কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের বড়গোলা টিনপট্টিতে অবস্থিত চ্যানেল টোয়েন্টিফোরের বগুড়া অফিসে এসব কর্মসূচি পালন করা হয়। ২০১২ সালের ২৪ মে চ্যানেল টোয়েন্টিফোরের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়।

 

চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক স্টাফ রিপোর্টার মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভপতি আব্দুস সালাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আখতারুজ্জামান ও আরিফ রেহমান, বাংলাভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা ও সিনিয়র আইনজীবী আব্দুল লতিফ পশারী ববি।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি চপল সাহা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক ও আসাফ উদ দৌলা ডিউক, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,  বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, দৈনিক বণিক বার্তার স্টাফ রিপোর্টার এইচ আলিম, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোস্তফা সবুজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোজিফ হোসেন প্রতীক, দৈনিক উত্তরকোণের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাফ-উদ-দৌলা নিওন, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার অরুপ রতন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কুমার কর্মকার, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক আল মুমিন, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন আব্দুর রাজ্জাক, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন বিধান কুমার হালদার, বিট মডেল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক আতিকুর রহমান আতিক, সাংবাদিক আলমগীর হোসেন, সানাউল হক শুভ, শাহ আল শেখ মুক্তার, আল আমিন, সজল শেখ, ববিন রহমান, আখতারুজ্জামান সোহাগ, অসীম কুমার কৌশিক, মেহেরুন নেছা ইতি, জুয়েল হাসান এবং চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী।