শেরপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৪ ২১:০৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

দেশের সাধারণ মানুষের কথা সংবাদপত্রে তুলে ধরতে হবে। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকবেন সাংবাদিকরা। এক্ষেত্রে কোনো সমঝোতার সুযোগ নেই। সেক্ষেত্রে যত বাধা, জুলুম-নির্যাতন আসবে তাতে ভয় পেলে চলবে না। সততা ও আদর্শের মাধ্যমে সেটিকে মোকাবেলা করতে হবে। শুক্রবার (২৪ মে) দুপুরে বগুড়ার শেরপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় দেশের আলোচিত নির্যাতিত সাংবাদিক দৈনিক বাংলা ৭১ ও অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শাহজামাল কামাল, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাংবাদিক প্রবীর সিকদার বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে এবং দেশের জনগণের জন্য কথা বলায় একাধিবার হামলা-মামলার শিকার হয়েছেন। সেসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালনের জন্য শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ভুয়সী প্রশংসা করেন তিনি।