কাহালুতে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ ১৭:৩৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 মঙ্গলবার কাহালু অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জন” শীর্ষক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। 

     মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

       অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), মোছাঃ আছমা বেগম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম পুলিশ বৃন্দ।