বগুড়ার ধুনটে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত নতুন কমিটিতে হাবিবুর রশিদ সন্ধানকে সভাপতি ও এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধুনটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবু সাইদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, রাসেল মাহমুদ, আশিকুল করিব স্বরণ, একে মিনু, রবিউল ইসলাম রতন, মিথুন ইসলাম, শুভ, জাকির, মিলন মিয়া, আব্দুল্ল আল কাওসার, আরাফত হোসেন, জামিউল জীবন, রোহান, রিয়াদ, হাসান মাহমুদ অপূর্ব, মুন, তোতা সাগর, মনির, শামীম, রানা, আনাম, মোমিন, দেলোয়ার, শীশির, জাকির হোসেন শান্ত, সৈকত, কামরুল, জিহান, তোফায়েল ও রাকিব।