শিবগঞ্জের পীরব কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন অ্যাড. ওহাব
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পীরব ইউনাইটেড ডিগ্রী কলেজের গর্ভনিং বডির বিদ্যোৎসাহী (কো-অপ্ট) সদস্য নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট আব্দুল ওহাব। তিনি পীরব ইউনিয়নের জানগ্রাম এলাকার আবতাব আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী মীর স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল ওহাবকে এই মনোনয়ন প্রদান করেন।
এর আগে পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের পরিচালনায় এক সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল ওহাবকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনীত করা হয়। পেশায় তিনি একজন আইনজীবী।
নবনির্বাচিত কো-অপ্ট সদস্য আব্দুল ওহাব বলেন, এ রকম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সম্মান জানানো হয়েছে; আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
এসময় তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রতিষ্ঠানটির সভাপতি মীর শাহে আলম ও অধ্যক্ষ আব্দুল মতিনসহ সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।