বগুড়ায় চারটি মডেলের মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করলো জায়ান মটরস
প্রেস বিজ্ঞপ্তি
ইংল্যান্ডের তৈরি চারটি মডেলের মোটরসাইকেল নিয়ে বগুড়ায় যাত্রা শুরু করলো জায়ান মটরস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের জয়পুর পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ (অবঃ) মোঃ নাসির উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আয়েশা বেগম। এসময় উপস্থিত ছিলেন জায়ান মটরস এর চেয়ারম্যান লিমন আহম্মেদ, এইচআর এডমিন মুহতেসাম স্বচ্ছ, ফাইনান্স ডকুমেন্টেশন গোলাম সাব্বির রাহাত, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড বগুড়া প্রেস ইউনিট এর কর্মকর্তা কৌশিক শাহরিয়ার সোহেল, মোঃ ইসরাফিল হোসেন, মিন্টু, শহিদুল, ইউসুফ, আসিফ আলিফ, ফরহাদ প্রমুখ।
জায়ান মটরস এর কর্মকর্তারা জানান, হান্টার-৩৫০ সিসি, ক্লাসিক-৩৫০ সিসি, বুলেট-৩৫০ সিসি ও মেটিউর-৩৫০ সিসি এই ৪টি মডেলের মোটরসাইকেল নিয়ে বগুড়ায় এই প্রথম যাত্রা শুরু করলো জায়ান মটরস। মোটরসাইকেলরে মডেলে উপর ভিত্তি করে সর্বনিম্ন মূল্য ৩লাখ ৪০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত। ১৯০১ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালে বাংলাদেশে বাজারজাত শুরু করে রয়েল ইনফিল্ড।