বগুড়ায় ৫ দিন ধরে নিখোঁজ যুবক
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:০১ ।
বগুড়ার খবর
ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বগুড়ার শাজাহানপুরে ৫দিন যাবত নিখোঁজ রয়েছে মোজাহিদ আলম (২৯) নামের এক যুবক। সে উপজেলার খরনা ইউনিয়নের কড়িআঞ্জুল গ্রামের হবিবর রহমান মীরের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, মোজাহিদ আলম জন্মগত ভাবে একজন বুদ্ধি ও বাক প্রতিবন্ধী। ওয়াজ মাহফিলে যাওয়ার ইঙ্গিত করে সে গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় কড়িআঞ্জুল গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় মোজাহিদ আলমের বোন নাজিরা খাতুন গত ১৭ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি নং ৮৩০) করেছেন।
আরও পড়ুন