জয়পুরহাট রেলের অবৈধ দখল উচ্ছেদে অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

জয়পুরহাট রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। 

 

এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। 

 

রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যাবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সকল অবৈধ স্থাপনা পুরোপুরি দখলমুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।