জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বগুড়ার মানববন্ধন ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ ১৯:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় মানববন্ধন, পথসভা ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে। বিকেল ৫ টায় নিসচা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে মানববন্ধবনে এতে সভায় বক্তব্য দেন নিসচা জেলা সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, জেসমিন আক্তার, জারমিন আক্তার, শেখ মোঃ আবু হাসনাত, আরমান হোসেন ডলার, রতন চন্দ্র দাস, আমিন ইসলাম, রবিউল ইসলাম সোহাগ, আহমেদ উল্লা, আব্দুল মোমিন, লতিফুর রহমান, আব্দুর রহমান আপেল, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, জান্নাতুল ইসলাম, আবু রায়হান, আল আমিন ইসলাম, মোস্তাফিজুর রহমান, আহসান ইসলাম প্রমুখ।


মানববন্ধন শেষে শহরের সাতমাথা এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে যানবাহন চালক ও জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় যত্রতত্র গাড়ী পার্কিং, যাত্রী উঠানামা না করাসহ হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা হয়। সড়ক দূর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়।