ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৬ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হয়েছে দুই দল।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শরিফুল ইসলামের জায়গা এসেছেন তানজিম হাসান সাকিব। ভারতের একাদশে অবশ্য কোনো পরিবর্তন হয়নি।
প্রথম ম্যাচ হারের পর এমনিতেই বাড়তি চাপে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই সফরকারীদের। 

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

সূর্যকুমার যাদব, অভিশেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তী, আর্শদিপ সিং ও মায়াঙ্ক ইয়াদাভ।