বিপিএলের ড্রাফটে ১৮৮ স্থানীয় ক্রিকেটার, কে কোন ক্যাটাগরিতে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ ২০:১৩ ।
খেলাধুলা
পঠিত হয়েছে ৩৭ বার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের জন্য স্থানীয় ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বিপিএলে গর্ভনিং বডি। ১৮৮ জন ক্রিকেটারকে ড্রাফটে রাখা হয়েছে। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাকে। ড্রাফটে আছেন দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান। 

ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। তাদের মূল্য ৬০ লাখ টাকা। ওই তালিকায় আছেন লিটন দাস, মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।


‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ ক্রিকেটারকে। তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ টাকা। আফিফ, এনামুল, হাসান মাহমুদ, জাকের, মাশরাফি, তানজিম সাকিব, তানজিদ তামিম, তানভীর ইসলাম, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী আছেন ওই তালিকায়। 

‘সি’ গ্রুপে রাখা হয়েছে ২২ জন ক্রিকেটারকে। তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টাকা। এবাদত হোসেন, ইমরুল কায়েস, জাকির হাসান, মুমিনুল হক, সৌম্য সরকার, তাইজুল, ইয়াসির আলী, সাইফউদ্দিন আছেন ওই তালিকায়। গ্রুপ ‘ডি’ তে ২৮ জন ক্রিকেটার আছেন। তাদের মূল্য ২০ লাখ টাকা। এছাড়া ‘ই’ গ্রুপে ৫১ জন ও ‘এফ’ গ্রুপে ৬৩ জন ক্রিকেটার আছেন। তাদের মূল্য যথাক্রমে ১৫ ও ১০ লাখ।