বাদ পড়তে যাচ্ছেন বাবর, নেতৃত্ব হারানোর পথে মাসুদ
পুণ্ড্রকথা ডেস্ক
মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। গড়েছে লজ্জার বেশ কিছু রেকর্ড। এই অবস্থায় দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তনের আভাস মিলছে। বাদ পড়তে পারেন তারকা ব্যাটার বাবর আজম। নেতৃত্ব হারাতে পারেন টানা ৬ টেস্টে হারা অধিনায়ক শান মাসুদ।
আগামী ১৫ অক্টোবর মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তন আনার গুঞ্জন শোনা যাচ্ছে। দেশটির একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতৃত্ব হারাতে পারেন শান মাসুদ। তার পরিবর্তে মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল কিংবা আঘা সালমানকে দেওয়া হতে পারে অধিনায়কত্বের ভার।
এছাড়া পরিবর্তন আসতে পারে স্কোয়াডেও। ইমাম-উল-হক, কামরান গুলমান, মির হামজা, নোমান আলী ও হুরাইরাকে ফেরানো হতে পারে স্কোয়াডে। যার ফলে দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়তে পারেন।
বাদ পড়তে পারেন বাবর আজমও। টানা ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না করতে পারা বাবরকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতে পারে পাকিস্তান। তার পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা কামরান গুলমানকে মিডল অর্ডারে শক্তি বাড়াতে খেলানো হতে পারে।