ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ‘ফিরিয়ে দিয়েছিল’ বার্সা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ ১৩:৪০ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

লামিন ইয়ামালকে পেতে বার্সেলোনাকে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল একটি ক্লাব। তবে ক্লাবটির লোভনীয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বার্সা। বার্সা ওয়ানের সাথে এক সাক্ষাৎকারে গ্রীষ্মকালীন সেই প্রস্তাবটি নিয়ে কথা বলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। যদিও সাক্ষাৎকারে আগ্রহী সেই ক্লাবের নাম জানাননি লাপোর্তা।

 

সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, “৬ মাস আগে লামিনকে কিনতে তারা আমার কাছ থেকে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে এসেছিল, আমি তখনই তাদের না করে দিয়েছিলাম। কারণ সে এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়।”

 

ইয়ামাল নিয়ে আলোচনার পাশাপাশি ‘বার্সেলোনা বেশ ক'জন ফুটবলারকে ছেড়ে দিয়েছে বা ছাড়তে বাধ্য হয়েছে’ এমন অভিযোগের জবাবেও কথা বলেন লাপোর্তা। 

তার দাবি, ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলাররা সবাই ফুটবলীয় কারণেই চলে গেছেন। তিনি বলেন, “অনেকেই মনে করেন, টাকা-পয়সার হিসাব ঠিক রাখতে আমরা অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছি। আদতে তা সত্যি নয়। যে ফুটবলাররা চলে গেছে, তারা ফুটবলীয় কারণেই গেছে। (উসমান) দেম্বেলে, (মার্ক) গিউ…বার্সায় তারা সবকিছু যতটা ভালোভাবে করতে পেরেছে, অন্য কোনো ক্লাবে পারবে না।”