কোন উইকেটে কোন শট খেলতে হবে, জানা আছে শান্তর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ ১৯:২৬ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

চলতি বছর ২০ টি-টোয়েন্টিতে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। এই সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তার রান ৩৫৮, ইনিংসপ্রতি গড় ১৭.৯। তবে এই মামুলি ব্যাটিং পারফরম্যান্স নিয়েও শান্তর দাবি, কোন উইকেটে কোন শট খেলতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা রয়েছে তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারত সিরিজে খেলা রিভার্স সুইপ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। শুরুতে এই শট খেলা নিয়ে নিজের ভুল স্বীকার করে নেন তিনি। বলেন, ‘শেষ টি-টোয়েন্টিতে আমি যে রিভার্স সুইপটা খেলেছি, সেটা ভুল শট ছিল। এটা আমি স্বীকার করি। ওই সময়ে ওই উইকেটে ওই বোলিংয়ের বিপক্ষে ওই শটটা প্রয়োজন ছিল না। তবে এর আগে আমি যে রিভার্স সুইপ খেলে আউট হয়েছি (কানপুর টেস্টে), ওই উইকেটে শটটা প্রয়োজন ছিল।’

তবে সাংবাদিকরা রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন করায় যে মনঃক্ষুণ্ণ হয়েছেন, সে বিষয়টি লুকানোর চেষ্টা করেননি শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনারা যারা আছেন, আপনাদের চেয়ে আমরা হয়তো একটু বেশি জানি, কোন উইকেটে কোন শট খেলতে হবে। এখন আমি যদি আপনার জায়গায় বসে প্রশ্ন করা শুরু করি, হয়তো প্রশ্ন ভুল হবে। তো এটা একটা বোকামি’

বাংলাদেশ ক্রিকেটে রিভার্স সুইপ বরাবরই হট টপিক। এই শটের অতি ব্যবহার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বেশিরভাগই এই শট হাঁকানোর চেষ্টা করেছেন। ভারত সিরিজে সাকিব আল হাসানকেও রিভার্স সুইপ খেলতে দেখা গেছে, ধারাভাষ্য বক্সে বসে হঠাৎ সাকিবের এমন শট খেলা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন তামিম ইকবাল।