বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু’র ৬০তম জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু’র ৬০তম জন্মদিন পালন করা হয়েছে। ৬০তম জন্মদিন উপলক্ষে উপশহরে কবির বাসভবনে বগুড়া লেখক চক্র আয়োজন করে কবির একক কবিতাসন্ধ্যা ও আলোচনা সভার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার ও কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা। কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবি মাহমুদ হোসেন পিন্টু’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সহ সাধারণ সম্পাদক এম রহমান সাগর, কবি মাহাবুব টুটুল, কবি শাহানূর শাহিন, নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, গোলাম রাব্বী, মোঃ মাসুদ তালুকদার, মুনসুর রহমান তানসেন, রবিউল করিম হৃদয়, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, কবি হিরণ্য হারুন, কবি অনন্য রাসেল ও কবি শাকিবুল শাকিল। আলোচনার পর কবি একককন্ঠে ৫টি কবিতা পাঠ করেন। শেষে প্রধান অতিথিকে নিয়ে কবি তার ৬০তম জন্মদিনের কেক কাটেন। এ সময় কবির পরিবারের লোকজন এবং কবিসাহিত্যিকরা উপস্থিত ছিলেন।