নানা আয়োজনে আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পদার্পণ উদযাপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ ১৭:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পদার্পণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'আমার মুক্তি আলোয় আলো' ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ 

 

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে  মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা পরিচালনায় আমরা ক'জন  শিল্পী গোষ্ঠীর শিল্পীরা  দেখো আলোয়  আলোয় আকাশ এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এরপর সংগঠনের শিশু শিল্পীরা ৩৭ টি প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের  শুভ সূচনা শুরু হয়।

 

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মোতাহার হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত,  ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, এডভোকেট মোজাম্মেল হক,  পিপি,  জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল বারী ঈশা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল,  বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সহ সভাপতি ফিরোজ কবির, সহ সাধারণ সম্পাদক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, সাংবাদিক অরূপ রতনশীল  , আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর সদস্য  লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ । 

 

 ৩৭ বছরের পদার্পণে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের বিগত দিনের কাজের ভূয়ষি প্রশংসা করেন। এরপর প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক লালু উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন। পরে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন বছর ব্যাপী অনুষ্ঠান মালার ঘোষণা দেন। 

 

কথা কবিতা ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত হয় "আমার মুক্তি আলোয় আলোয়" সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সংগঠনের কৃতি নৃত্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় 

 "আমার মুক্তি আলোয় আলোয়" অনুষ্ঠানে সংগঠন এর শিল্পীরা মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্য ও আব্দুলd মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি  পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ ও  তাসনিম ত্রয়ি।