বগুড়ায় উপজেলা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ ২০:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান। বুধবার সকাল ১০টায় তিনি শাজাহানপুর উপজেলা পরিষদ পরির্দশনে আসেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,সদস্য মাসুদ রানা, আড়িয়া ইউপি সদস্য তাজুল ইসলাম, আব্দুল বাছেদ রঞ্জু, বেলাল হোসেন, সাইদুল, সাইফুল ইসলাম প্রমুখ। 

 

এছাড়াও আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে গার্লস কমফোর্ট জোন, রহিমাবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএইচই ওয়াশ বøক, উপজেলা এডিপি রাজস্ব উদ্বৃত্ত, এলজিইডি, এবং ইউজিডিপি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন পারভেজ রায়হান।