বগুড়ার সাতমাথা শাখায় পূবালী ইসলামী ব্যাংকিং কর্নার এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ ২২:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮১ বার।

বগুড়ায় পূবালী ইসলামী ব্যাংকিং কর্নার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা শাখায় এই কর্নারের উদ্বোধন করেন ব্যাংকের বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামিম।

 

পূবালী ব্যাংক পিএলসি সাতমাথা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান তানভীর শামস্ চৌধুরী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো: রাকিবুল্লাহ্, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শওকত রহমান, সাতমাথা শাখার অপারেশন ম্যানেজার মোঃ বেলাল হোসেন, শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সম্মানিত গ্রাহক বৃন্দ।