প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া, যেভাবে সুযোগ পেয়ে যান আলিয়া
পুণ্ড্রকথা ডেস্ক
বলিউডে ইমতিয়াজ আলির হাইওয়ে দিয়ে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছিলেন আলিয়া ভাট। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে আত্মপ্রকাশের পর আলিয়ার জন্য এটি ছিল বিশাল সুযোগ। তবে স্বনামধন্য এই চলচ্চিত্র নির্মাতা এবার জানালেন, আলিয়া এই সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিলেন না।
এর আগে, মিডডের সঙ্গে একটি সাক্ষাত্কারে ইমতিয়াজ আলি জানান যে, তিনি চেয়েছিলেন এই চরিত্রের জন্য একজন ম্যাচিওরড অভিনেত্রীকে কাস্ট করতে। সেই সময় তার মাথায় এসেছিল রাই-সুন্দরীর নামই।
তিনি বলেছিলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম পর্দায় অন্তত ৩০ বছর বয়স লাগবে এরকম একজন নারীকে কাস্ট করতে। কোনো মেকআপ ছাড়াই ঐশ্বরিয়া রাইকে দুর্দান্ত মানাত।’
'লাভ শুভ তে চিকেন খুরানা'র স্ক্রিনিংয়ে আলিয়া ভাটের সঙ্গে দেখা হওয়ার পর সিদ্ধান্ত বদল করেন ইমতিয়াজ। তিনি বলেছিলেন, ‘ওর মধ্যে যেন ভরপুর আবেগ দেখতে পেয়েছিলাম। আর সত্যি বলতে ওর সঙ্গে কথা বলার পর, তা আমাকে ভীষণ আকৃষ্ট করে।’
ইমতিয়াজ জানান, সিনেমার ইউনিট খুব একটা খুশি হয়নি তার এই সিদ্ধান্তে। কারণ তাদের সন্দেহ ছিল সদ্য অভিনয়ে পা রাখা আলিয়া, তারওপর স্টুডেন্ট অব দ্য ইয়ারের মতো বানিজ্যিক ছবি করার পরই, কীভাবে পুরো সিনেমাটা টানতে পারবে। তবে মহেশকন্যার স্ক্রিপ্ট টেস্টের পর, সকলেই বুঝে যায়, ‘আলিয়া ছাড়া আর কেউ এটি করতে পারবে না’।
'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর পর 'হাইওয়ে' ছিল আলিয়া ভাটের দ্বিতীয় ছবি। ছবিতে রণদীপ হুডা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, ইতিবাচক পর্যালোচনা এবং অভিনেতাদের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পাওয়া সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে একটি মাঝারি সাফল্য হিসাবে প্রমাণিত হয়েছিল।
আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জিগরা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। অভিনেতাকে এরপরে শর্বরীর পাশাপাশি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’তে দেখা যাবে। আলফা আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ হবে, যার মধ্যে রয়েছে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার ৩। আলিয়ার পাইপলাইনে রয়েছে সঞ্জয় লীলা বানশালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস