বগুড়ার শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৯ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাটে নবজাগরণ সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে তিন টায় বিহার হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে পিরব ইউনিয়ন একাদশ ৫-৩ গোলে নুনগোলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 


সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। 
তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেতা ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ও বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পিরব ইউনিয়ন একাদশের গোল রক্ষক প্রভাস। সর্বোচ্চ গোল দিয়ে পুরা টুর্নামেন্টের "ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কারে ভূষিত হন চারটি গোল দিয়ে নুনগোলা ক্রীড়া সংস্থার রিয়াদ। তাকে ক্রেস্ট 'তুলে দেন শিবগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি শফিউল আজম সজল। 


দুপুরের পর থেকে বিহারের আশেপাশে গ্রাম, দূর দুরান্ত থেকে ক্রীড়ামোদী দর্শকরা বিহার হাই স্কুল মাঠ কানায় কানাই পরিপূর্ণ করেন। খেলার মাঠে স্থান সংকুলার না হওয়ায় দর্শকরা স্কুল বিল্ডিং এর ছাদে উঠে খেলা উপভোগ করেন। উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ প্রাণবন্ত ফুটবল খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেন। 


ফাইনাল খেলা পরিচালনা করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি জিকরুল বাবু, তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম বাবু ও ফজলে বারী টুটুল। 


খেলায় আরো উপস্থিত ছিলেন  বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আফসার আলী, সাবেক চেয়ারম্যান তোফায়েল হোসেন সাবু, সাহিদুল ইসলাম, মফিজুল বারী রঞ্জু, আব্দুল বাসেদ, খাইরুল ইসলাম মিন্টু, শিহাব সাগর, নবজাগরণ সংঘের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৌরভ, আতিক মাহমুদ, মাকসুদ হাসান মিশু, রুহুল কবির সুমন, কামরুল হাসান হৃদয় প্রমুখ।