পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেলো লিভারপুল
পুণ্ড্রকথা ডেস্ক
লিভারপুলের জয়ের রথ যেন থামছেই না। অ্যানফিল্ডে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।
এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। নিজেদের আঙিনায় শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের মাস পেয়ে ডি-বক্সের ভেতরে দারুণ এক গোল করে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেন আইয়ু। এরপর ঘুরে দাঁড়ায় অলরেডরা। প্রথম হাফে বাড়ানো সময়ে গাকপো লিভারপুলের হয়ে সমতা আনেন।
আর দ্বিতীয় হাফে পুরোটাই চলেছে লিভারপুল শো। দ্বিতীয় হাফের চতুর্থ মিনিটে (৪৯তম) লিভারপুলকে লিড এনে দেন কার্টিস জোন্স। আর ৮২তম মিনিটে গাকপোর পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪২। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৫। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে রয়েছে লেস্টার সিটি।