নতুন কীর্তি গড়লেন বাবর আজম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ ।
খেলাধুলা
পঠিত হয়েছে ১৪ বার।

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টেস্ট ক্রিকেটে আরও একটি মাইলফলক অর্জন করলেন। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪,০০০ রান স্পর্শ করেন বাবর। 

 

সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করার সময়েই তিনি নতুন এই সাফল্য অর্জন করেন।

 

এদিন টেস্ট ক্যারিয়ারে ৪,০০০ রান পূর্ণ করতে বাবরের প্রয়োজন ছিল মাত্র তিনটি রান। করবিন বোশের বলে একটি বাউন্ডারি হাঁকিয়েই তিনি এই কীর্তি গড়েন।

 

ডানহাতি এই ব্যাটার বোশের একটি নিচু হয়ে আসা ফুল টস বলটি স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করে তার মাইলফলক ছোঁয়ার আনন্দ উদযাপন করেন।

 

এদিন অসাধারণ এই অর্জনের মাধ্যমে বাবর সেই বিশেষ খেলোয়াড়দের তালিকায় নাম লেখালেন- যারা একই সঙ্গে টেস্টে ৪,০০০ রান, ওয়ানডেতে ৫,০০০ রান এবং টি-টোয়েন্টিতে ৪,০০০ রান করেছেন। 

 

এই তালিকায় তিনিই কেবল তৃতীয় খেলোয়াড়, যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই ৪,০০০-এর বেশি রান করেছেন।

 

তবে দুঃখজনকভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিজের প্রথম ইনিংসে ১১ বলে ৪ রানে করেই আউট হন তিনি।