বগুড়া জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৫ ২২:৫৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৭০৭ বার।

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে চেলোপাড়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন। 

 

প্রদীপ কুমার রায়ের ছোট ভাই মিলন কুমার বলেন, 'দুপুরে চেলোপাড়া কালী মন্দিরের পাশের দোকানে প্রতিদিনের মতই আড্ডা দিচ্ছিলেন।  এ সময় পুলিশ এসে তাকে বলে আপনার বিরুদ্ধে হত্যা মামলা আছে। তখন ভাই বলে আমার বিরুদ্ধে কোন মামলা নেই। মামলা থাকলে আমি ঘুড়ে বেড়াতাম না। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানায় খোঁজ নিয়ে জেনেছি গত ৫ আগষ্টের পর বগুড়ায় হত্যা মামলা হয়েছে। সেই মামলায় অজ্ঞাত অনেককেই আসামী করা হয়েছে। সেই মামলার একটিতে তাকে আসামী করা হয়েছে।'

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, রাজনৈতিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করে হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ভাবে মামলার তালিকায়  না থাকলেও অজ্ঞাত নামের তালিকায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।