বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৫ ২২:৪১ ।
প্রধান খবর
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান প্রকৃতি (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান প্রকৃতি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর এলাকার পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি হাট কড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিল। এসময় গোয়ালগাড়ী নামক স্থানে এসে দাড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুখন পরেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন