বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ট্রাক চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫ ২৩:২৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৪১ বার।

বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার রাত পৌণে ৯টার দিকে সদর উপজেলার তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নিরঞ্জন সরকার(৬৫)। তিনি নাটোরের সিংড়া সরকারপাড়া এলাকার প্রিয়নাথ সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন । 

পুলিশের এই কর্মকর্তা জানান, রাত পৌণে নয়টার দিকে তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিলেন ট্রাক চালক নিরঞ্জন সরকার। এসময় অজ্ঞাতনামা এক বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাইওয়ে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।