বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বগুড়া এয়ারপোর্ট ( বিমানবন্দর) চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।
রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাসান মাহমুদ খান বলেন, এ বন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেয়নি তারা। আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দিব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতেও কমপক্ষে একবছর সময় লাগবে।
বগুড়ায় বিমান বাহিনী প্রধান আরও বলেন, এ এয়ারপোর্ট চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে, তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে।
বিমান বন্দর পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী সালেহা খান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাফওয়া প্রতি বছর শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জনাব মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।