বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৫ ১৪:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮৮ বার।

বগুড়ায় রাজনৈতিক মামলার আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া দশটার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি শুভগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির নাম আবু রায়হান মোল্লা। তিনি ওই এলাকার জলিল মোল্লার ছেলে এবং খামারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। 

 

পুলিশের এই কর্মকর্তা জানান,  গত ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি আবু রায়হান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।