বগুড়ায় আলোচিত কৃষক সবুজ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনটে কৃষক সবুজ ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল পৌণে চারটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- ১নং আসামি আবুল কালাম, ৬নং আসামী বেলাল হোসেন, তদন্তে প্রাপ্ত আসামি মোঃ বিপ্লব (২৫) এবং কাওছার (২৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম।
এর আগে, গত বছরের ১৬ আগস্ট জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলায় নিহত সবুজ ইসলাম ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের নরুল ইসলামের ছেলে।
র্যাব কর্মকর্তা এম আবুল হাশেম জানান, গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি মাঠে ২১ শতক জমি নিয়ে চাচাতো ভাই আবুল কালামের সঙ্গে সবুজ ইসলামের বিরোধ ছিল। এত দিন ওই জমি সবুজ ইসলাম ভোগদখল করতেন। ১৫ আগস্ট বেলা তিনটার দিকে আবুল কালাম ও তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল করতে এলে সবুজ ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাধা দেন। এ সময় আবুল কালামের লোকজন লাঠিসোঁটা হাতে হামলা করলে সবুজ ইসলামসহ তিনজন আহত হন। তাঁদের তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন ১৬ আগস্ট বেলা তিনটার দিকে আহত সবুজ ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আলোচিত এই ঘটনায় মামলা দায়ের করলে আসামিদের ধরতে র্যাব অভিযান শুরু করে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।