বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫ ২০:০৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৯৩৫ বার।

বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন উপজেলার চামুরপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান।

 

মামলায় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় ছাড়াও আসামি করা হয়েছে গাবতলীর চাকলা গ্রামের বেলুজ মণ্ডল, তাঁর ছেলে শুভ এবং যুবদল নেতার সহযোগী আনিছার ও রেজাকে।

 

পুলিশ জানায়, চাকলা গ্রামের বেলুজ মণ্ডলকে ভিয়েতনামে ভালো চাকরি দেওয়ার কথা বলে ভ্রমণ ভিসায় পাঠায় চামুরপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল হান্নান।

 

সেখানে চাকরি না পেয়ে বেলুজ মণ্ডল দেশে ফিরে টাকা ফেরত চাইলে হান্নান টালবাহানা শুরু করেন। এর জেরে গতকাল শনিবার সকালে হান্নান নাড়ুয়ামালা এলে বেলুজ মণ্ডলের লোকজন সিএনজিচালিত অটোরিকশাসহ তাঁকে নিয়ে আটকে রাখেন। এ খবর পেয়ে হান্নানের বাড়ি থেকে লোকজন বেলুজ মণ্ডলের বাড়িতে গেলে যুবদল নেতা হৃদয় তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। হান্নানের অটোরিকশা উদ্ধার করা হয়েছে।