বগুড়ার তিনমাথায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫ ২২:১০ ।
প্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের তিনমাথা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই নিউজ লেখা পর্যন্ত এখনও নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় সান্তাহার থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসে কাটা পড়েন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পিবিআই পুলিশ কাজ করছে।
আরও পড়ুন