বগুড়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ ১৬:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৮ বার।

বগুড়ায় ট্রাক চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টায় কাহালু উপজেলার বিদ্যুৎনগর আপুইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রঞ্জু প্রামানিক(৪৫)। তিনি সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পশ্চিম পাটিতা পাড়া এলাকার আবুজাফর প্রামাণিকের ছেলে এবং তিনি পেশায় রিকশাচালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক শামিনুল ইসলাম।

 

তিনি জানান,ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকটি সার বোঝাই করে কাহালুর উদ্দেশে যাওয়ার সময় বিদ্যুৎনগর এলাকায় থেকে যাত্রী নেমে দিয়ে ইউটার্ন করে তিনমাথার দিকে যাওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়েছেন।

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ট্রাকটি মালামালসহ আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেব।’