বগুড়ার শেরপুরের উন্নয়নে এগারো দফা প্রস্তাবনা দিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা হারেজ
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার উন্নয়নে এগারো দফা প্রস্তাবনা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় উপজেলা স্বার্থরক্ষা পরিষদের সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ। শনিবার (২২মার্চ) সন্ধ্যায় শেরপুর বাসস্ট্যান্ডস্থ তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত সুধি সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
এরমধ্যে রয়েছেন-শেরপুরে গ্যাস সংযোগ, ফ্লাইওভার নির্মাণ, রেল স্টেশন, উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল, শেরপুর শিশুপার্ক, শেরপুর উপজেলায় স্টেডিয়াম, শেরপুর পৌরসভার সীমানা বৃদ্ধিকরণ, করতোয়া ও বাঙালী নদীর ওপর উপজেলার ঝাজর, ফুলজোড় ও কল্যানি ব্রিজ নির্মাণ, করতোয়া নদী খনন ও পার্শ্বে পায়ে হাটার রাস্তা তৈরী, শেরপুরকে জেলা ঘোষনা ও শেরপুর পৌর কিচেন মার্কেট (বিকেল বাজার) অবিলম্বে চালু করা।
মতবিনিময়সভায় বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ শফিকুল আলম তোতা, শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, শেরপুর উলিপুর মহিলা মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হাই, শেরপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, জিয়া পরিষদের সভাপতি মাহবুবার রহমান, প্রভাষক এম এ খালেক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।