বগুড়ায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে মুনলাইটের ঈদের নতুন পোশাক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
প্রতিবন্ধিতা উত্তোরণ ও সমাজসেবায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে সারা দেশের সেরা সংগঠন সম্মান প্রাপ্ত২০২২ মানবিক সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত বগুড়ার গাবতলী উপজেলা বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপার সুবাদবাজারে মুনলাইট অর্টিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে এই পোশাক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেশ বরেণ্য শিক্ষক ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশনারা বেগম রানী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন, বাগবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা মো তানভিরুল ইসলাম, মুনলাইট চিলড্রেনস হোম এর সহ-সভাপতি মনজুরুল হক টুটু, ভান্ডারপাইকা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা জাহান, মুনলাইট আর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক তানিয়া আক্তার, আব্দুর রহিম, অভিভাবক লিপি বেগম,সালমা বেগম, শিক্ষার্থীর সানজিদাসহ অনেকেই।
প্রধান অতিথি বলেন , প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মুনলাইট এর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবানদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদে ছেলেদের পাঞ্জাবি ও পাজামা,মেয়েদের থ্রি পিস প্রদান করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুনলাইট উইকেয়ার হেলথ কমপ্লেক্স, মুনলাইট পাবলিক লাইব্রেরী, মুনলাইট থেরাপি সেন্টার, মুনলাইট প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।
সবশেষে, প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে তিল চাষ সম্প্রসারণের জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউ এর মাধ্যমে প্রাপ্ত ঐ এলাকার প্রায় একশ কৃষকদের তিলের বীজ বিতরণ করেন।