বগুড়ায় বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরির ১৩ গরু

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ ১৮:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫২ বার।

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ গফুর (৪০) এঁর বাড়ি থেকে ১৩ টি চোরাই গরু উদ্ধার হয়েছে। 

গত (২৩ মার্চ) শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করেন। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়ার আলহাজ্ব আবুল হোসেন পুত্র।

কাহালু থানা পুলিশ জানান, নওগাঁ জেলার আত্রাই থানা এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো গফুরের বাড়িতে পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে কাহালু থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। 

কালাই ইউপি চেয়ারম্যান জোবায়ের হোসেন সবুজ ও কাহালু থানার ওসি আব্দুল হান্নান, গফুরের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।