বগুড়ায় বস্তির শিশুদের মাঝে পথের দিশার ঈদসামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে আজ রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্টি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী খাজা বেকারির স্বত্বাধিকারী মো. বায়েজিদ আহম্মেদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল এক কেজি পোলাওয়ের চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম চিনি (প্যাকেট), ৫০০ গ্রাম লবণ (প্যাকেট), এক প্যাকেট গুঁড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতিবছর ঈদুল ফিতরে নতুন পোশাক, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি সারাবছর সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।