বগুড়ায় অগ্নিকাণ্ডে গবাদী পশুসহ মালামাল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ ১৮:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭০ বার।

বগুড়ার কাহালুতে অগ্নিকাণ্ডে গবাদী পশু ও ঘরে তোলা ফসলসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত মোকারম হোসেনের বিধবা স্ত্রী পিয়ারা বিবির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার গভীর রাতে পিয়ারা বিবির বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন সারা বাড়ি ছড়িয়ে পড়ে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে প্রায় ৩ ঘণ্টার ব্যবধানে আগুন নিভিলে ফেলে। তবে মোবাইল নাম্বার না থাকায় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি। এ সময়  গোয়াল ঘরে থাকা ৩ টি গরু দগ্ধ হলে ঘটনাস্থলেই ১টি গরু মারা যায়। অন্যান্য ঘরে থাকা আলু, ধান, সরিষাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে কুমারপাড়া গ্রামে যান জামায়াত নেতা আলহাজ্ব মো. জহুরুল ইসলাম, কর্নিপাড়া বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মো. শাাহিনুর আলম। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং পিয়ারা বিবির খোঁজ খবর নেন। পরে পিয়ারা বিবিকে নগদ অর্থ প্রদান করেন।