ঈদের ছুটিতেও চালু ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রগুলো

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ ১৫:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩০ বার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ঈদের ছুটিতেও চালু ছিলো বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রসমূহ। সেবাকেন্দ্রগুলোতে প্রসবপূর্ব (এএনসি) সেবা প্রসবসেবা, প্রসবউত্তর (পিএনসি) সেবা, শিশু সেবা, কৈশোরকালীন সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়। জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ অন্যান্য সেবাকেন্দ্র থেকে এসব সেবা প্রদান করা হয়।

 

জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছুটির মধ্যে সেবা পেয়ে খুশী সেবাপ্রাপ্তরা। তারা এইরকম কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

 

বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র জানান, ছুটির মধ্যেও গতকাল শুক্রবার পর্যন্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৫ জনকে প্রসব সেবা, ৮৭ জনকে প্রসবপূর্ব সেবা (এএনসি), ৩৯ জনকে প্রসবোত্তর সেবা( পিএনসি), ১২৯ জন শিশুকে সেবা, ২৩৭ জন সাধারণ রোগীকে বগুড়া জেলায় সেবা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা বিষয়কও সেবাও প্রদান করা হয়েছে।