বগুড়ায় শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোচালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ ১১:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬০ বার।

বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত নুর আলম কাহালু থানার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। 

পুলিশের এই কর্মকর্তা জানান,   সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একটি শ্যামলী পরিবহনের বাস তার চালিত অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।