শাজাহানপুরে হলি ক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের সাজাপুর চকপাড়া হলি ক্লাবের উদ্যোগে সংগঠনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাদ এশা সাজাপুর চকপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
সহকারি অধ্যাপক কৃষিবিদ শাহ্ মো. গোলাম ছামছি’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামি ছাত্র ও যুব ফেডারেশন (ইফসু)’র মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ এর অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া-আদমদিঘী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম। বরেণ্য অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম জাহেরুল, মাঝিড়া ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, সমাজ সেবক রুহুল আমিন শাহ্, গোলাম রসুল, আমিনুল ইসলাম, সাংবাদিক সাব্বির হোসেন, আতাউর রহমান, আব্দুল মজিদ প্রামাণিক। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আব্দুল লতিফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হলি ক্লাবের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল প্রমুখ। ব
ক্তারা বলেন, অপসংস্কৃতির কালো থাবায় সারা দেশের প্রতিটি এলাকায় অশান্তি-অস্থিরতা বিরাজ করছে। যুব সমাজ মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ব্যাভিচারে জড়িয়ে পড়ছে। এই অবস্থা থেকে যুব সমাজকে রক্ষা করে শান্তি, ন্যায় ও অপরাধমুক্ত জীবনে ফিরিয়ে আনতে হলে ইসলামি সাংস্কৃতির ব্যাপক প্রসার ঘটাতে হবে। সেক্ষেত্রে হলি ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগি ও প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে বগুড়ার সম্মিলন সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।