বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ
স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসম্পৃক্ত মানববন্ধন করা হয়েছে। যুবক ও তারুণ্যের সোচ্চার ভূমিকা রাখাসহ গ্রাম পর্যায়ে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা।
শুক্রবার বিকেলে উপজেলার বিজরুল বাজারে দুই শতাধিক জনতাকে নিয়ে মানববন্ধন করে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। থানা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র সংগঠনটির সভাপতি সেলিম হোসেন শামীম।
সাংবাদিক নাজমুল হাসান আনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বগুড়ার মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ মামুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ হোসেন, থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মোসলেমা খাতুন। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, সাংবাদিক সাফায়াত সজল, এমদাদুল হক, রসূল খন্দকার, তানসেন আলী মন্টু, সাদিকুর রহমান সাদিক, শিক্ষক আইনুল ইসলাম, মোশারফ হোসেন, ছাত্র সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, মশিউর রহমান মানিক প্রমূখ।